রাবি তে ছাত্রলীগ নেতার মারধর স্বীকার সেই শিক্ষার্থী রামেকে ভর্তি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে ছাত্রলীগের নির্যাতনের শিকার অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামছুল ইসলামের বাঁ কানের পর্দা ফেটে গেছে। ঘটনার পর থেকে তিনি বাঁ কানে শুনছিলেন না। গত বুধবার রাতে কানের ব্যথা নিয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর গতকাল বৃহস্পতিবার তিনি পরীক্ষার প্রতিবেদন পান।
হাসপাতালের নাক কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত ঘোষ প্রথম আলোকে বলেন, প্রতিবেদন অনুযায়ী ওই রোগীর কানের পর্দা ছেঁড়া।
এ ঘটনার তিব্র প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যামপাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা
#worldtimes Newz24
Comments
Post a Comment