Palestinian detainee Khalil Awawdeh, who has been held without charge or trial, has ended his nearly 6-month hunger strike after Israel agreed to release him.
বলিউড অভিনেতা সালমান খান যে প্রশ্নের সম্মুখীন হন, নিজেকেও ঠিক একই প্রশ্নের সম্মুখীন হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। সম্প্রতি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলেকে দেওয়া সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছে আপনি বিয়ে করছেন কবে, প্রশ্নের উত্তরে জায়েদ খান বলেন, বোম্বতে যেমন সালামান খান বিভিন্ন অনুষ্ঠানে প্রশ্নের সম্মুখীন হয়, আমিও সেই প্রশ্নে সম্মুখীন হই। জায়েদ খান বলেন, সিনেমা জগতের আমার আগে বলেন, পরে বলেন অনেকেই বিয়ে করে সন্তানের বাবা হয়েছেন। যারা ঢাকার কেউ আমাকে দেখে না। তারা অনেকেই মনে করে আমি পিরোজপুর বিয়ে করেছি। ভাগিস্য আপনারা আমার বাসায় এসে দেখেন আমি বিয়ে করিনি। আপনারা তো টিভিতে প্রচার করতে পারবেন। অনেকে মনে করে আমি বাড়িতে লুকিয়ে রেখেছি আমার বউ।
Comments
Post a Comment