কাল ভারত বনাম পাকিস্তান ম্যাচ
বিশ্ব ক্রিকেটে আকর্ষনীয় আলোচিত ম্যাচ। যেখানে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান বনাম ভারত। এ যেন এক মহাযুদ্ধ। তবে নেই কোনো রক্তপাত। এ যেন এক স্নায়ুর যুদ্ধ।
এটি শততম ম্যাচ বিরাট কোহলির।
সংবাদ সম্মেলনে রোহিত বলেন, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি নেই আমাদের বুমরাহ। দুই জনেই কোয়ালিটি বোলার। সবাই তাদের মিস করবে।
তবে দুই দলের বাকি যারা আছে তারা শক্তিশালী। যারা সর্বোচ্চ দিতে পারবে তারা জিতবে।
এদিকে বাবর বলেন, স্বারা বিশ্বের মানুষ ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখার জন্য চেয়ে থাকে।
এশিয়া কাপ
,,, পাকিস্তান ভারত ম্যাচ হয়ছে মোট ১৪ টা পাকিস্তান জয় করছে ৫ টি হার ৮ টি
টাই ১টি
ম্যাচ টি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আট টাই

Comments
Post a Comment